সমুদ্র দেখা হয় না আমার
কারণ,সময় পাই না আমি।
পাশের বাগানে আমি পা টিপে হাঁটি,
শিশির কিংবা বৃষ্টিস্নাত সবুজঘাসে।
দীঘির কালো জলে নগ্ন পা ডুবিয়ে বসে থাকি,
হাঁসেদের জলকেলি দেখি,
বৃষ্টি এলে ভিজি, দেখি ব্যাঙের ডুবসাঁতার,
শেষ হয় দিন ;পড়ে যায় বেলা।
তাজমহল দেখার সাধ হয় না আমার
কারণ, আমার চোখ আটকে যায় অদূরে তালগাছটায়,
আমি বাবুইয়ের বাসা বোনা দেখি,
মুগ্ধ হই তাদের শৈল্পিক নিপুণতায়।
দিন চলে যায়–
নীলপদ্মকে কল্পনায় আনতে পারি না আমি
কারণ,শিউলি,বেলী আর বকুলের গন্ধে
আমি মাতাল থাকি!
ব্যভিলনের বাগান আমার মাথায় আসে না!
কারণ আমি স্বর্ণলতা দেখি।
পিরামিড! আধুনিক সমাধি আমাকে ভাবায়না,
কারণ আমি মাতৃগর্ভে শিশুর বেড়েউঠা দেখি,
আলো নেই হাওয়া নেই দিব্যি চলে তার!!
বেলা শেষ হয় ;দিন চলে যায়।
কোনো না পাওয়ার যন্ত্রনা স্পর্শ করে না আমায়
কারণ,আমি বৃষ্টি দেখি, দেখি খোলা আকাশ,
এগুলোকে আমার বললে কেউ চমকায়না।
অবচেতন মন চেতনায় ফিরে চেয়ে দেখে এবার
জীবনের বেলা পার হয়ে গেছে, নামবে এখনি আঁধার!
জোনাকির আলোয় হিসেব কষতে বসি,
স্নিগ্ধ সকাল, তপ্তদুপুর, ক্লান্তবিকেল আর গোধূলি!
সবই চলে গেছে-
ভিতরটা মোচড় দিয়ে উঠে আর্তচিৎকারে-
বলে,আমি থাকব, থাকতে চাই…
আরো অনন্তকাল ধরে…
শুধু দু’চোখ ভরে দেখব বলে! শুধুই দেখব বলে।
“অবচেতন মন চেতনায় ফিরে চেয়ে দেখে এবার
জীবনের বেলা পার হয়ে গেছে, নামবে এখনি আঁধার!
জোনাকির আলোয় হিসেব কষতে বসি,
স্নিগ্ধ সকাল, তপ্তদুপুর, ক্লান্তবিকেল আর গোধূলি!
সবই চলে গেছে ”———– আহারে কী চমৎকার কথামালা। তবে বানান ভুল থেকে বের হওয়া হয়নি এখনও।
না পারার কিছু নেই, যার চেষ্টা আছে সে পারবেই। আশীর্বাদ সতত।
জি দাদা, একটা বানান ভুল আছে! প্রিন্টিং এ ভুল করেছি☺️ একটু নেট সমস্যায় আছি । এডিট হচ্ছে না! করে দেবো।
আশীর্বাদটুকুই কাম্য।
কবিতাটি পাঠে হৃদয়টা যেন নড়ে ওঠে!
মুগ্ধতা নিয়ে পড়লাম।শুভকামনা কবির জন্য।
বেশ আবেগময় প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
আন্তরিক ধন্যবাদ কবি।
চমৎকার লিখা। ভাবাই ভাবুক সতত ভালো লাগা রইল কবি আপু।
থাকতে চাই, থাকতে চাই!
আন্তরিক ধন্যবাদ কবি।
অবচেতন মন চেতনায় ফিরে চেয়ে দেখে এবার
জীবনের বেলা পার হয়ে গেছে, নামবে এখনি আঁধার!
জোনাকির আলোয় হিসেব কষতে বসি,
স্নিগ্ধ সকাল, তপ্তদুপুর, ক্লান্তবিকেল আর গোধূলি!
সবই চলে গেছে-
ভিতরটা মোচড় দিয়ে উঠে আর্তচিৎকারে-
বলে,আমি থাকব, থাকতে চাই…
আরো অনন্তকাল ধরে…
শুধু দু’চোখ ভরে দেখব বলে! শুধুই দেখব বলে।
কবির আকুতি সত্য হোক। দেখে যাক ধরণীর সব রূপ, পান করতে পারুক সবটুকু সুধা।।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
কবিতাটি পাঠে মন অশান্ত হয়। ভেতরে নড়ে ওঠে। একেই বলে কবিতা!
শুভকামনা থাকলো কবির জন্য।
আন্তরিক ভালোবাসা জনবেন আপু।
কোনো না পাওয়ার যন্ত্রনা স্পর্শ করে না আমায়
কারণ,আমি বৃষ্টি দেখি, দেখি খোলা আকাশ,
-একদম আমার মনের কথা।
এ আমার পরম পাওয়া! শুভকামনা সতত!
চমৎকার…
আন্তরিক ধন্যবাদ কবি।