বৃষ্টিরে তুই খুব বেয়াড়া
তোর কাণ্ড জ্ঞান নাই
উল্টো সময় ঝরতে থাকিস
করিস বেগড়বাই।
যেই বেরোচ্ছে কাজে লোকে
অমনি আসিস তেড়ে
জামা কাপড় ভিজে একসা
রাখবে কোথায় ছেড়ে?
বর্ষাকাল তো চলে গেছে
তবু কেন আসিস
শরৎকালে আবারও তুই
ঝমঝমিয়ে ঝরিস?
পূজোর মুখে সবার খুশি
তোর কি বাড়া ভাতে
অসময়ে বান বন্যা
নিয়ে আসিস সাথে।
বৃষ্টি রে তুই দুষ্টু ভারি
গোমড়া মুখে থাকিস
কাদা প্যাঁচ প্যাঁচ গন্ধ ফুলে
তবু ভালো বাসিস।
দারুন ছন্দময় কাব্য। বৃষ্টি খোদার দান, খোদার ইচ্ছায় বর্ষায়।
সত্যই বৃষ্টিরা এরকমী হয় কবি দা