সাইক্লোনসম তাণ্ডবের ফেনিল জলে
ভেসে ভেসেও
চিৎকার করে বলতে ইচ্ছে করে-
তুমি আর কারো নও… তুমি আর কারো নও-
কেবলই আমার…এই তারুণ্যকম্পিত ঐশ্বর্য টুকু ঠিকরেপড়া চাঁদের নরম আলোর মতো!
কখনো আঙুলের ডগায় মেঘ ছুঁয়ে
বৃষ্টি বানানোর মতো!
এই দৃঢ়তায় আছে এক কোমলতার আবরণ!
আছে স্বর্গের সুখ,
আছে বুকের বাঁ পাশে খানিক ধুকপুক!
অলীক আনন্দে কেবলই ছুঁয়ে যায়
বৃষ্টিদিনের নাবলা কথা।
প্রতি নিঃশ্বাসের ভাঁজে এ ভালোবাসায়
জমাপড়ে আছে বিশ্বাসের এক নিটোল বোধ।
দ্ব্যর্থহীন এ চাওয়ায় যেন নেই কোনো ঋণ!
নেই অভিযোগ।
১০ thoughts on “বৃষ্টিদিনের কথা”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
বৃষ্টিদিন কতো কথা না বলা কথা বলে দেয়। খুব সুন্দর কবিতা আপু। শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
দ্ব্যার্থহী > দ্ব্যর্থহীন
কবিতা চমৎকার।
আন্তরিক ধন্যবাদ জনাব।
অসামান্য, তারুণ্যদীপ্ত, হৃদয়ছোঁয়া একখানি
কবিতা উপহার দিলেন কবি। আপনার জন্য শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপু।
চমৎকার কাব্যিক আবেদন
ভালো লাগলো
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন কবি।
খুব ভালো হয়েছে…খুব ভালো লেখেন আপনি…
কৃতজ্ঞতা অপরিসীম…