বিষণ্ণতার মেঘ পেরিয়ে নিঃশব্দে আলোর দিকে
উড়ে যায় গাঙচিল।
বাতাসের গায়ে এঁকে দেয়া পদচিহ্ন
মিলায় ক্ষণেক বাদেই।
বনানী কিংবা ধুলোয় মিশে যায়
তার খসেপড়া পালক!
অজানা গন্তব্যে ঠিক পৌঁছে যায় একটা সময়।
জীবন বিলাসে তেমন প্রয়াস নেই তাদের!
সৌহার্দ্যতা বাধা পড়ে না নিয়ম নীতির আবদ্ধে,
নেই তাড়া যত্ন করে উপযুক্ত উত্তরাধিকারী
গড়ে তোলার ভাবনায়!
উষ্ঠাগ্রে কেবল ঈষৎ ক্ষুধা -পিপাসার আকুতি,
প্রকৃতির আড়ম্বরতায় সম্ভোগ যেন
তাদের চরম পুলক!
মুক্ত বিহঙ্গের এই অবাধ প্রকৃতি বিচরণ
বিমুগ্ধ করে আমায়! অজান্তেই বলে উঠি,
তোমাদের সাথী হতে চাই! নেবে আমায়,
তোমাদের সাথী করে?
৬ thoughts on “বিহঙ্গ”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
মুক্ত বিহঙ্গ হতে কে না চায়! সুন্দর কবিতা পড়লাম আপু৷ আজ আগামীর মতো শিরোনামের পাশে নাম লেখার দরকার নেই আপু৷ শুভেচ্ছা।।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া! দুই জায়গায় কাজ করিতো এই জন্য মাঝে মাঝে ভুল হয়ে যায়।☺️☺️
কোন না কোন খনে সবারই মুক্ত বিহঙ্গ হতে চায়। এই চাওয়আ ক্ষন বাউন্ডলের ন্যায় হয়ে যায়।
খুব মুগ্ধ হয়েই পোড়লাম ভাবলাম এই চাওয়া পুর্ণ হোক।
শুভেচ্ছা রইল ভালো থাকার।
ক্ষণেক
খসেপড়া
নেবে আমায় এর পর । দরকার নেই তো!
ভালো লেগেছে
জি দাদা ঠিক করে নিচ্ছি।
কৃতজ্ঞতা অবিরাম…
ভালো হয়েছে কবিতা…