বিড়াল নাকি বাঘের মাসি
গেল বাঘের বাড়ি,
দেখল গিয়ে বউয়ের সাথে
বাঘ নিয়েছে আড়ি।
বিড়াল দেখে বাঘটি রেগে
করল তারে তাড়া,
আসলে আবার এ পথ ধরে
করব রে গাঁ ছাড়া।
মুখ বাঁকিয়ে বলল বিড়াল
কীসের এত তেজ,
বুক ফুলিয়ে হাঁট তো দেখি
ফেল তো কেটে লেজ!
আমি তোদের মাসি ছিলাম
রাখলি নারে মনে,
ঘর ছেড়ে তাই বাইরে এসে
বেড়াই বনে বনে।
মুখ বাঁকিয়ে বলল বিড়াল
কীসের এত তেজ,
বুক ফুলিয়ে হাঁট তো দেখি
ফেল তো কেটে লেজ।
অসাধারণ একটি ছড়া! পাঠে অনেক মজা পেয়েছি।
আন্তরিক অশেষ ধন্যবাদ। উৎসাহিত হলাম।
আপনার জন্য শুভকামনা।
কী করে এত সুন্দর লেখে কবিরা! আমি ছড়া লিখতে পারি না!
দারুণ!
সবাই সবকিছু নাও পারতে পারে তবে আপনার ক্ষেত্রে এ কথা মানি না।
অশেষ ধন্যবাদ কবি।
চমৎকার ছড়া অনেক শুভেচ্ছা রইল
আন্তরিক ধন্যবাদ।
অনেক সুন্দর ছড়া। মুগ্ধ। তবে আসলে না লিখে এলে লিখতে হবে। যেমন- তুমি এলে আমি যাব।
অনেক অনেক ধন্যবাদ।