শেষ বিকেলের প্রাচীর বেয়ে লতানো কিছু
স্মৃতিকথার উর্বশী চাওয়া আজকাল হানা দেয়
মাঝ রাত্তিরেও। খুব চেনা ভালোবাসা আর ক্ষণ-লগ্নও
কিন্তু ছুঁতে পারি না আমি!
একটি বৃষ্টিধোয়া স্নিগ্ধ বিকেল, পাশে ছিল কেউ-
আজ খুব মনে পড়ে!
প্রকৃতির প্রেমে উন্মত্ত আমি বেলাভূমি পাড়ে
বানডাকা উচ্ছ্বাস নিয়ে বলেছিলাম, ‘পূজা, আমি একটি প্রেমের কবিতা লিখেছি!’
তোমার ভয়ার্ত হরিণ চোখ বলে দিলো
যেন শিকারীর ফাঁদে পড়ার কথা!
বিশ্বস্ত আর পরম নির্ভরতার মুখ খানিতে
ফুটে উঠল এক টর্নেডো বিধ্বস্ততা!
পলক পড়ার সময় নিলে না। বললে,
‘ সিয়াম, তুমি জানতো আমার জাত -ধর্ম ভিন্ন!’
“নাক বরাবর বন্ধুত্বের দলিল ছুঁড়ে দিয়ে ছুটে চলে গেলে
জাত ধর্ম পাঁজা কোলা করে।
শেষবারের মত তাকিয়ে বললে,
‘সিয়াম, তুমি আমার ভালো বন্ধু ছিলে!’
ক্ষণিকের তরে মিথ্যে মনে হলো প্রকৃতির প্রেমে
মত্ত হয়ে লিখা আমার প্রেমময় কবিতাখানি!
বুকের পাশে পাঁজরভাঙা ব্যথা!
মনে হলো কে যেন খুঁড়ে-খুঁড়ে
নুতন একটি প্রেমের বীজ বুনে গেল।
প্রেম কি জাত বোঝে? হয়ত বোঝো, হয়তবা না।
তবে তোমারই অজান্তে ফেলে যাওয়া
আর আমার কুড়িয়ে পাওয়া প্রেম
লালিত হয়েছে পরম যত্নে; কিন্তু আলো দেখেনি!
আমি সিয়াম তুমি পূজা!
মসজিদ আর মন্দিরের ব্যবধান ঘুচানো আমার কর্ম নয়!
সম্মান স্রষ্টায় এবং সৃষ্টিতেও, ঘৃণা করতে জানি না আমি!
আজও সে প্রেম মিশিয়ে রাখি প্রকৃতিতে,
লিখি হাজার কবিতা।
প্রকৃতিপ্রেমীরা বিশাল বৃক্ষকে বামুনত্ব দানে সাজায় শৈল্পিক নিপুণতায় বনসাই নামে,
জাত খোয়ায় নাা!
আমার এ প্রেম না হয় থাাকুক মনের চাতালে
ট্রেতে সাজানো বনসাই হয়ে!
১০ thoughts on “বনসাই”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
প্রেম কি জাত বোঝে?
নিশ্চয় না।
মসজিদ মন্দিরের ব্যবধান ঘুচানো আসলেই আমাদের কাজ নয়। কিন্তু কবিতাটি পড়ে অনেকেরই মনের ব্যবধান কমে যাবে কবি।
শুভকামনা রইলো।।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
আন্তরিক ধন্যবাদ কবি।
খুব ভালো লিখেছেন আপু।এক কথায় দারুন।
আন্তরিক কৃতজ্ঞতা আপু।
প্রেম জাতধর্ম বন্ধনে না হোক আবদ্ধ, মব জগোতে উত্তাল জাগ্রত থাক।
সিয়াম কি আপনি রোজাকে বুঝাতে চেয়েছেন? নাকি প্রেমিকের একটি নামমাত্র? যাই হোক, কবিতা যে ভালো হয়েছে সেটা নিশ্চিত…
সিয়াম অর্থ রোজা কিন্তু এখানে কবিতায় সিয়াম ও পূজা দুটো নাম হিসেবে উপস্থাপন করলেও দু’টো আলাদা ধর্মের প্রতীক হিসেবে প্রেমিক প্রেমিকার নাম উল্লেখ করেছি। আন্তরিক কৃতজ্ঞতা অপরিসীম দাদাভাই।
আন্তরিক ধন্যবাদ কবি।