খোদার ঘরে নালিশ করা ছাড়া নাহি কোন উপায়
শালার রাজনিতির গুষ্টি কিলায়।
ঠেলা ঠেলি দোষা দোষী করে একে অপরে
সন্তান মোর মায়ের আমার ভাই বোনেরা মরে।
আমার ধর্ম মানবতা আমার ধর্ম মানুষের।
ধর্ম কি কচু পাতা উপরের বারি
ঝাকিতেই ধর্ম উপরি ফেলি।
মানুষ মেরে হবে ধর্মের প্রসার!
মানুষে মানুষে হও বাঁধন
তবেই হবে ধর্মের ফসলে ফলন।
তুলে ফেল যতসব অকল্যাণ আর অমঙ্গল জাতিস্বরের জন্য।
স্যালুট জানাই কবি মজিবর দা
ধন্যবাদ লিটন ভাই।
হতাশার কারণ নেই কবি।এরই মাঝে আমাদের খুব ভালো থাকতে হবে।
শুভকামনা।
হ্যাঁ ভালো থাকার লড়াই করে যাই সতত।
ধন্যবাদ কবি।
মানবিক মানুষ হোক দুনিয়াজুড়ে। খুব ভালো লিখেছেন ভাই। বানানগুলো আরেকটু দেখবেন।
চেষ্টা করি তারপর হই তবুও চেষ্টা করে যাব।