প্রথম তোমায় দেখে, হোঁচট খেয়ে দাড়েছি
ভুলতেও পারিনা তোমাকে।
এসো হৃদয় মাঝে,
চুম্বন দিয়ে নিবো কোলে তুলে,
আমার শয়ন ঘরে।
এত দিন একা একা ভেবেছি
কাকে ভালবাসব,
পেয়েছি আমার হৃদয় শিকারীকে।
হয়তবা হ্রদয়কে ভালো নাও বাসতে পার?
মনে যার ছবি এঁকেছি,
তাঁকে ভালো বেসেছি।
জানিনা আমার পত্র পেয়ে,
তোমার বুক দুরু দুরু কাঁপপে কিনা?
চলছি তো চলছি বন্ধুর মাঝে মিসছি
অন্য মনে ভাবছি কি জান, তোমাকে।
তোমায় ভালো বেসেই
দিলাম ইতি এখানেই।
সুন্দর ভালবাসা কবি মজিবর দা অনেক শুভেচ্ছা রইল
আপনার প্রতি অবিরাম ভালো বাসা লিটন ভাই।