জীবন নদীতে ভেলায় চড়ে
যেতে চাই দূর বহুদূরে,
পাহাড়-সমুদ্র সব পিছনে ফেলে
ভয় কে জয় করে।
পৃথিবীটা অনেক বড়
জানার নেই যে শেষ,
জানার ইচ্ছে থাকলে তবেই
জানা যায় যে বেশ।
জানতে আমি চাই যে অনেক
দেখতে চাই গোটা বিশ্ব,
বিশ্বের যত মহান মানুষ
হতে চাই তাদের শিষ্য।
বাধা-বিপত্তি যতই আসুক
থামবো না যে কভু,
সামনে এগিয়ে যেতেই হবে
পথ যতই কঠিন হোক তবু।
গড়তে চাই একটা সুন্দর পৃথিবী
দেখতে চাই নতুন দিনের আলো,
সেই আলোতে বিলীন হবে
মনের যত কালো।
থাকবে না কোনো ভেদাভেদ
মানুষে মানুষে আর,
ধনী-গরিব সবাই সমান
এটাই হোক বলীয়ান।
কবির মনোবাসনা পুর্ণ হোক। মানবতার জয় হোক। বিশ্ব জানুন। ভালো থাকুন।
আমিন। দোয়া করবেন।আপনিও ভালো থাকবেন।ধন্যবাদ।
ভয়কে জয় করার ইচ্ছে পূরণ হোক কবির।
আমিও মনে প্রানে সেটাই চাই। ধন্যবাদ।
সুন্দর আবেগময় প্রকাশ কবি আপু
বাস্তবতা যাই হোক, স্বপ্ন দেখতে ভালবাসি। ধন্যবাদ।
চমৎকার লিখেছেন কবি।
আপু…আন্তরিক ধন্যবাদ আপনাকে।