.
আমার হৃদয়ে রক্ত নদী
একবার প্রিয়া পার হতে যদি
সোহাগের ফুলগুলো ঢেউ তোলে
দোলে দোলে দোলে
আছড়ে পড়তো না প্রিয়া
তোমার হৃদয়ের কূলে?
তুমিও পাখা দু’টো মেলে
রাজ হংসীর মত প্রিয়া
রক্তের নদীতে আহ্লাদে ভেসে
হৃদয়ের তরলে তরঙ্গে
সাঁতার কেটে কেটে যেতে
সুখের অনুভবে ভালবেসে
ভাল লাগা কোমল পরশে প্রিয়া
উঠতে না হেসে?
.
.
রক্তের কণা গুলো পুষ্প রেণু
রেণু গুলো ভালবাসে তোমায় জেনো,
তোমার উচ্ছ্বল হাসির শব্দ শ্রবনে
রক্তের কণা গুলো উচ্ছ্বাসে মাতে
রক্তের নদীতে প্রিয়া জোয়ার উঠে
চক্মকি হিরে জ্বলে তরঙ্গ মুকুটে ,
তরঙ্গ দোলে যদি
ওগো দোলে উঠে
তোমার হৃদয়,
পৃথিবীর সীমানায় তবে
আকাশ কি প্রিয়া
যাবে না গো মিশে
দিগন্ত রেখায়?
.
======================
৮ thoughts on “পৃথিবীর সীমানায় তবে”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
আপয়ান্র আকু জাগানো আবদার
প্রিয়া আসবেই অগোচরে আপনার
সুন্দর প্রেমের ডাকের কাম্যমালা
সুদুর দূর থেকে ডেকে উঠবে প্রেমিকা।
Tai hOOk.
Thanks.
আবেগ আকুতি ভরা চমৎকার প্রেমকাব্য।
Thanks.
বেশ আবেগময় প্রকাশ কবি দা
ধন্যবাদ কবি।
শুভ কামনা।
চমৎকার প্রেমকাব্যে মুগ্ধতা ছড়ালেন কবি। শুভেচ্ছা নিবেন।।
ধন্যবাদ ,
শুভেচ্ছা জানবেন।