অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আাকাশময় যেনো ঝাঁঝল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলোই না;
বনও নেকড়ের মতো আচরণ করল
শোকাহত সময়ের উঠনেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্তময় বিণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।
২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১
অনুভূতির সুন্দর প্রকাশ। শুভকামনা।
জি কবি নুপুর আপু কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
যেমন কর্ম তেমন ফল এর মতই অব০স্থা।
জি কবি মজিবর দা কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
‘নেকড়া’ শব্দটি ‘নেকড়ে’ হবে বাউল দা। কবিতার ভাবকল্প প্রশংসনীয়।
তাই জয় দা কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই