তোমরা বলছ বেশ্যাপাড়ায় আর যাবে না
বেশ্যারা হবে বিলুপ্ত!
নারীকে অবলীলায় অশ্লীল শব্দে হেয় করা ব্যক্তিটিরও
শোধনাগারে শব্দ শোধন হয়েছে,
বখাটের ডিকশনারি থেকে অশ্লীল বুলি আজ থেকে বিলুপ্ত!
নেশাগ্রস্ত তোমরাই বলছ মদ খাবে না,
কথায় কথায় জুয়ার আসর আর বসাবে না,
গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে সিটিও দিবে না!
তোমরা কথা দিচ্ছ আর কোনোদিন লুকিয়ে লুকিয়ে
সাইবার ক্যাফের ও’ মুখো হবে না!
ক্যাফেগুলো হবে জ্ঞানচর্চার জন্য উন্মুক্ত !
দিনশেষে হাসিমুখে বাসায় ফিরবে কন্যারা
বিপর্যস্ত পৃথিবী আবার হবে পবিত্র
তোমাদের এক কথাতেই রেলস্টেশন, হাট বাজার
শহর থেকে গাঁও হবে সবকিছুই হবে মাদক মুক্ত!
স্বাধীনতার পর থেকে আজও তোমরা কথা দিয়ে যাচ্ছ,
কথায় কথায়, মিটিং সেমিনারে শুদ্ধাচারের বুলি আওড়াচ্ছ!
অথচ,
তোমাদের ষড়যন্ত্রের ফসল হয়ে ফুলেফেঁপে উঠছে কামিথাপুরী, দৌলতদিয়া!
তোমাদের হাতেই পুড়ছে বাঁশখালি, মালোপাড়া!
সহিংস তোমরাই নিভিয়ে দিচ্ছ রাষ্ট্রের যতোসব আশার প্রদীপ!
নারীর উষ্ণ প্রস্রবণে উন্মাতাল তোমরাই আবার-
ভোগের নারীর মুখে দুটো পয়সা ছুড়ে দিয়ে
‘মাগী’ বলে সাধুসমাজে আসো ফিরে!
তারও অধিক পূর্ব থেকে নেশাগ্রস্ত তোমরা
নিজের বোনকে করছো উলঙ্গ!
জুয়ার আসরে বিবেককে বন্ধক রেখেছ সেই ত্রেতা যুগ থেকে!
নৈতিকতার তামাক পোড়ানো ধোঁয়ার মাঝে
তোমরা সকলে যুধিষ্ঠিরের ধর্মপুত্র!
বেশ প্রতিবাদি কাব্যিক ভাবনার প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
আন্তরিক ধন্যবাদ বাউল দা।।
কোনো জাত কিংবা গোষ্ঠি নয়! স্পর্শকাতর বিষয়সহ সার্বিকভাবে কবিতাটি এককথায় একটি বলিষ্ঠ উচ্চারণ! কবিকে আন্তরিক অভিবাদন!
আন্তরিক ধন্যবাদ কবি।।
সমাজের সুউচ্চ নীতির রাজা সামাজ ধারক এরাই লুটে, চুষে, খাচ্ছে নীতি আদর্শকে। সুন্দর জয়।
একদম ঠিক বলেছেন ভাই। এই কথাগুলোই বলতে চেয়েছি কবিতায়। শুভকামনা রইলো।
বাস্তবতার সঠিক চিত্র তুলে ধরেছেন।খুব সুন্দর।