কানামাছির নাচানাচি
ইচিংবিচিং দল
খেলতে হবে নুনতাখেলা
সবাই এবার চল।
ঐ গাঁয়েতে ষাড়ের লড়াই
বাধবে নাকি কাল
দেখবি নাকি শুনবি পরে
কার কী হলো হাল?
খুকুমণির পুতুলগুলো
বউচি খেলে রোজ
লুডুখেলায় কে হেরে যায়
রাখতে হবে খোঁজ।
কাবাডি আর লাঠিখেলা
জমতো আগে বেশ
কোথাও কোথাও আজও আছে
এসব খেলার রেশ।
ডাংগুলি আর ক্রিকেটখেলার
আছে অনেক মিল
আর জমে না নৌকাবাইচ
শুকনা খাল ও বিল।
গোল্লাছুটের ছোটাছুটি
নেইকো খেলার বৃত্ত
মোবাইলে গেমের মাঝে
বন্দি এখন চিত্ত।
দেশি খেলার বেশি মজা
রাখবো ধরে কৃষ্টি
খেলবি কে কে ষোলোগুটি
ঐ নেমেছে বৃষ্টি।
দেশি খেলার বেশি মজা
রাখব ধরে কৃষ্টি
খেলবি কে কে ষোলোগুটি
ঐ নেমেছে বৃষ্টি।–আহা সেইসব দিন নেই আর!
চমৎকার ছন্দোবদ্ধ প্রয়াস। অভিনন্দন শাহিদুল ভাই।
অশেষ ধন্যবাদ ভাই।
বেশ মজার ছড়া হক দা
ধন্যবাদ। খুশি হলাম।
জবাব নেই কবি! আমি অভিভূত! খেলার সকল আয়োজন কেমন করে বন্দি হলো ছড়ার ছন্দে! শুভকামনা অবিরত…
মন্তব্যে উৎসাহ পেলাম। অশেষ ধন্যবাদ।
সুন্দর ছড়ায় গাঁয়ের খেলা, চলবে দেশে মত্ত , গেঁয়ো স্বাধীন দেশে গায়ের খেলায় মত্ত অভুভুত কবি।
ধন্যবাদ ও শুভকামনা রইল।
নস্টালজিক হয়ে গেলাম ভাইজান। আপনার বিষয় নির্বাচন খুবই সুন্দর।
অসাধারণ মন্তব্যে অভিভূত। শুভকামনা রইল।