বহমান নদীর গতিপথ দেখতে চাই
এখনো দুচোখ অন্ধ করিনি বলে-
বসন্ত খুঁজি! আপন আঙিনায়
কিংবা রোদলা বারান্দায়!
অথচ নদী হেঁটে যায় ঘোর বর্ষায়;
এতটুকু বর্ষা চাই না- চাই না-
বিষন্ন সহ্য করতে পারি না;
তবুও হাঁটতে চাই নদী- হাঁটতে চাই!
জানি এখন আশ্বিন কিংবা শীত আগমন,
কষ্ট হবে না- সব পথ চিনা জানা।
পিছল পথে কখনো কু-কাম ভাবিনি
সে জন্যে ডুবে দিলে নিঝুম কলঙ্কে;
অতঃপর দুচোখ অন্ধ করিনি বলে-
এখনো নদীর গতিপথ দেখতে চাই!
০৫ আশ্বিন ১৪২৮, ২০ সেপ্টেম্বর ২১
আপনার চাওয়া পুর্ণ হোক, নদী জলে ভরে থাক।
মন হয় হবে না কবি দা অনেক শুভেচ্ছা রইল
হ্যাঁ, দেশটা যেভাবে নদীখোরের দখলে যাচ্ছে ইচ্ছে পুরণ হওয়ার আশা ক্ষীন।
নদীর দখল হয়েগেছে মজিবর দা