চারদিকে করোনা আতঙ্ক
নেই কোনো শান্তি,
জীবনের জন্য এটাই এখন
অনেক বড় হুমকি।
চারদিকে লাশের গন্ধ
ভারী হচ্ছে আকাশ বাতাস,
করোনা থেকে মুক্তি পেলে
স্বস্তিতে নিতাম নিঃশ্বাস।
বর্তমানে করোনা ভাইরাস
এক মহা আতঙ্কের নাম,
এভাবে না জানি কত জীবন
হতেই থাকবে বলিদান।
এই করোনায় হারালাম স্বজন
হারালাম কত পরিচিত মুখ,
তাদের কথা মনে পড়লেই
ব্যথায় ভরে যায় বুক।
সারাদিন শুধু ভাবি বসে
করোনা থেকে, পাবো কি নিস্তার?
হে মহান আল্লাহ , পাক পরোয়ার দিগার
তুমিই পারো ঠেকাতে, করোনার বিস্তার।
হ্যাঁ আপু, অনেক স্বজন গেছে আপন গেছে
নিস্তার আসতে পারে মহান আল্লাহর কাছেই।
বাস্তবমুখি লেখনি কবি আপু অনেক শুভেচ্ছা রইল
করোনা মুক্ত হোক এই পৃথিবী। শুভকামনা কবি।