তুমি যদি রাজনৈতিকভাবে বিরোধীদের ন্যায্য কথা না শুনতে চাও
তবে খুবই ভালো।সত্যি কথা বলতে কী
কোন লাভ নেই এতে।তারা যা বলছে তা বলুক
তুমি শুধু তোমার নেত্রীর
আঁচল ধরে ওই পথ পাড়ি দিয়ে যাও।যদিও
এই সময়ের মধ্যে তোমার পকেট
অত্যন্ত ভারী হয়েছে।নামে-বেনামে,দেশে-বিদেশে
ইমারত গড়ে উঠেছে।যদিও তুমি জানো
সাড়ে তিন হাত মাটি নির্ধারণ করেছেন
তোমার জন্যে, -স্বয়ং ঈশ্বর।জানি সে কথা তুমি মনে রেখেছো
তাই তীর্থ ভ্রমণ করে এসেছো।বিভিন্ন ধর্মীয় উৎসবে অর্থ
দান করে চলেছো,- কোন হিসাব না করেই।
তুমি যদি এলাকার রাজনৈতিকভাবে বিরোধীদের পকেটে রাখতে চাও
তো রেখে দাও।প্রয়োজনে দলে ভিড়িয়ে নিও। এতে
দলের ক্ষতি হলেও তোমার লাভ ষোল আনাই।
অর্থ প্রাপ্তিও হয় আর দুঃসময়ে সহযোগিতাও পাওয়া যায় তাদের কাছে।
সত্যি কথা বলতে কি
আমি যখন হাটে যাই তখন
গরুর দালালদের মনে হয় হাটের আসল নায়ক।
রুহীগাঁও
১৮/০৬/২০২১
হু চমৎকার বেশ ভাবনাপূর্ণ প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাই।
পোস্ট করা ভুলে গেছেন। পোস্ট করার নিয়মাবলী আছে। সেটা পড়ে ফলো করুন। ছবি ব্যবহারের জন্য মিডিয়া ব্যবহার করবেন না। যেখানে ক্যাটাগরি সিলেক্ট করেন, তার নিচে ‘ফিচার ছবি যোগ করুন’ আছে। ওটা ক্লিক করলে অপশন পাবেন।
সঙ্গে আছি।
এখন পারি।
খুবই অর্থবহ কবিতা। অভিবাদন কবি।
ধন্যবাদ জয়।