মত্ত কেন পদ লেহনে কর্মে কেন ভয়
কর্মগুনে হও আগুয়ান মর্ত কর জয়,
রপ্ত কর জীবন বীনার হাজার রকম সুর
লড়তে হবে আমৃত্যু বিপরীত্যে অসুর।
ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হওয়া চায়
হৃদগহীণে যা বিরাজ কর পৌচ্ছাবে সেথায়,
নষ্ট থেকেই সৃষ্ট যত উৎকৃষ্ট উপমা
ক্লিষ্ট কণ্ঠে যায়না গাওয়া সুরেলা গীতিকবিতা।
আত্মস্বার্থের লাগি হোচট লাগাও
সকাল সন্ধ্যা জটলা পাকাও,
সুযোগ বুঝে আম-দুধে মিশে যাও তো বটে
ভাবনা তো উনখাগড়াদের কপালে কী জোটে!
বুঝলিনারে ভাই মূর্খ বাঙ্গাল
গুধের মাছি অর্থের কাঙ্গাল,
তেলের বাটি হাতে নিয়ে পিছু পিছু ছোটে
রক্ষা হয় শেষ ঠিকানা জেলহাজত আর কোটে।।
অন্যায়কারীর শাস্তি এই রকমই হয় কবি ভাই। সুন্দর লিখা।
ধন্যবাদ প্রিয়।
ধন্যবাদ কবি,একটি সুন্দর মন্তব্যের জন্য।
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
দোয়া প্রার্থী , চেষ্টা করছি , ধন্যবাদ কবি।