তুমি মানে একটি সকাল
স্বপ্নবোনা,
তুৃমি মানে রং ছড়ানো
আলপনা।
তুমি মানে রাত জাগানো
গল্পকথা,
তুমি মানে সুপ্তপ্রাণের
দুঃখ-ব্যথা।
তুমি মানে অন্ধ মনের সোনালি দিন,
তুমি মানে এক জীবনের না দেয়া
ঋণ।
তুমি মানে সকাল সাঁঝের মিষ্টি
হাওয়া,
তুমি মানে কাছে পাওয়ার তীব্র
চাওয়া।
তুমি মানে চন্দ্র টাকে পাশে
টানা,
তুমি মানে সত্যিটাকে মিথ্যে
জানা।
তুমি মানে হাতের মধ্যে হাতের
ছোঁয়া,
তুমি মানে পাখির ডানায় আকাশ
পাওয়া।
৭ thoughts on “তুমি মানে”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
এই কবিতা ঘরের মানুষ পড়েছে নিশ্চয়! ছন্দে ছন্দে এককথায় অনন্যসাধারণ।
চমৎকার তুমিবান্ধব ছন্দময় কবিতা! কবিতায় কাব্যিক রস বিদ্যমান।
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। আন্তরিক অশেষ ধন্যবাদ কবি আপু।
জিবনের সব দেনাপাওয়া তুমিতেই ভালোবাসায়, স্নেহ, মায়া, আদর, আপ্যায়ন, ত্যাগ ও সর্বপরি একাকার। সেই তুমি ভালো থাক অবিরত।
আন্তরিক অশেষ ধন্যবাদ কবি।
চমৎকার হয়েছে
তুমি ছন্দ
“তুমি মানে সকাল সাঁঝের মিষ্টি
হাওয়া,
তুমি মানে কাছে পাওয়ার তীব্র
চাওয়া।”
চমৎকার! চমৎকার!
আমি কেমন করে বলি?
তুমি মানে এক আকাশ ভালোবাসা
তুমি মানে সঞ্জিবনী সুধা-
তবু বেঁচে থাকার দুরাশা।