দাদরা তালে নাচছে খুকু
ঘুঙুর পড়ে পায়
নাচছে সাথে ময়না শালিক
টিয়ে গান শোনায়।
ডুগডুগি ঢোল তবলা নিয়ে
নাচে শিয়াল মামা,
নাচতে যাবে পুষি বিড়াল
কিনে নুতন জামা!
শিয়াল, বিড়াল নাচতে দেখে
উঠল নেচে ব্যাঙ,
তাল- বেতালে নাচতে গিয়ে
ভাঙল পুষির ঠ্যাং!
ব্যাথায় কাতর কাঁদছে পুষি
কাঁদছে দু’টি ছানা!
হুলো বিড়াল বলল রেগে
নাচা তেদের মানা!
বরাবরের মতো সুন্দর।
কৃতজ্ঞতা অপরিসীম
আপনার লেখা মুগ্ধ করে আমাকে। শুভকামনা রইলো আপু।
আন্তরিক ধন্যবাদ অশেষ।এভাবেই আন্তরিকতার সাথে আমরা এগিয়ে যাব ইনশা আল্লাহ্!
ধা তেটে তাক ধিনা।দাদরা তালে চলুক ছড়া।
শুভ কামনা।
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি।
চমৎকার ছড়া পাঠ করলাম কবি আপু
আন্তরিক ধন্যবাদ কবি জানবেন কবি।
খুকুর মা যদি দাদরা তালে নাচে তাহলে ঠিক আছে। তবে খুকুর জন্য ঝুমুর তাল ঠিক নয়। কারণ দাদরা ধা-ধিন-না-না-থুন-না এই ছয় মাত্রার তাল। আর ঝুমুর জলদ। আর খুকুর নাচ ঝুমুর তালেই ঠিক আছে। দাদরা তার জন্য নয়।
ঝুমুর তালে নাচছে খুকু
ঘুঙুর পড়ে পায়
নাচছে সাথে ময়না শালিক
টিয়ে গান শোনায়।
অসংখ্য ধন্যবাদ!জি, বুঝতে পারলাম ছড়ার তাল ঠিক থাকলেও নাচের তাল ঠিক নেই! বিষয়টি শিখতে গিয়ে মজা পেলাম বেশ! হা হা এখনি শোধরে নিচ্ছি।
দারুন খুকুমনিদের ছড়া
জনাব খুকুমণি লিখুন। মণি মুক্তা তো।
খুকুমণি, আপুমণি, দিদিমণি
সব মণিতে ণ দিতে হবে।