তুই তোর রূপের ঝলকানিতে মন কাড়িলি
তুই যদি আমার হইতি
প্রাণখানি দিতাম তোরে আমি সাইধি।
প্রাণ বসন্তে আইসা তুই আমারে মারিলি
দোষ যা দিতিস নিতাম দু’হাত ভরে আমি
অন্তরখানি তবুও দিতাম তোরে উজাড়ি।
তুই যদি হইতি সঙ্গী যাইতাম ঐ অচিনপুরে
মনের মনে করতাম বাস দুইজনের জড়াজড়িতে।
তোর রূপের ঝলকে ঐ জ্যোৎস্না যায় উড়ে
তোর হাসির ঝিলিকে সাদামেঘ মিলায় দূর দিগন্তে
আমি মুগ্ধ নয়নে চেয়ে রই, চেয়ে রই।
মিলাতে চাই তোরই মিলনসুধায়।
যন্ত্রে উঠছি ছুটব, তোর কাছে আসব
তোর পানে চেয়ে রব, তোরই পাশে রব।
সুন্দর গীতি কবিতা মজিবর দা সুরকণ্ঠ আরও ভাল লাগবে অনেক শুভেচ্ছা রইল
অশেষ ধন্যবাদ লিটন ভাই। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাই, টাইপিং মিসটেকগুলো ঠিক করে দিলাম। খুব সুন্দর প্রচেষ্টা।
অনেক অনেক ধন্যবাদ জয়। ভালো থাকুন।
আবেগী সুন্দর বহিঃপ্রকাশ। ভালো লিখেছেন।
আপনার প্রতি শুভেচ্ছা রইল।
ভালো লাগলো কবি।