তখন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে-
সেই রোগ,
গ্রামের এক বাজারে বসলাম
দোকানি চা বানিয়ে বললো-
আমারও জ্বর
তবে আজ শরীরটা বেশ ভালো।
চা শেষ করে ফিরে আসলে
কয়েকটি শংকিত মুখায়ব
জানালো-পুরোপুরি লকডাউন।
ভাইরাস কিন্তু ছুটছে
মনের আনন্দে
শুধু রুপটি তার পরিবর্তিত।
রুহীগাঁও
২৫/০৬/২০২১
করোনায় ভালো থাকুন দাদা। 💞
ধন্যবাদ জয়।এখন ভাইরাসটি Air Bron. ভালো থাকা কঠিন।
সুন্দর বাস্তবতার মুখোমুখি এখন আমার মহান আল্লাহ্ রক্ষা করুন আমিন
ঠিক বলেছেন।
শংকিত অনেকেই কিন্তু সতর্কতার অভাবটা খুবই দুঃখজনক! সাবধানে থাকুন, ভালো থাকুন।শুভকামনা রইল।
এই অশুভ সময়ের মধ্যে দিয়েই এগোতে হবে।
শংকা আর দোদুল্যমন খোজহীন চেয়ে থাকা দুরদুরান্তে। ভালো লাগল দাদা ভাল থাকুন।
ধন্যবাদ।
“তবে আজ শরীরটা বেশ ভাল।” — এমনই স্বস্তির কথা শুনতে চাই। ঈশ্বর আপনাকে ভালো রাখুন কবি।
ধন্যবাদ নাসির ভাই।
ভাল তো কপাল। তাহলে ? ভালো লিখুন। ভালোবাসা লিখুন।
ঠিক করে নিচ্ছি।