মানব জীবন। কিই বা তাঁর চাওয়া, কিই বা আশা
জীবন ক্ষয়ে অপলক নয়নে দৃষ্টি সীমাহিন দু—রে
কে আছে জিবনে, কিই বা ছিল কপাল ভরা
এখন শুধু নিস্পলক চক্ষুতে চেয়ে থাকা অপার দিগন্তে
হয়তো দুমুঠো ভাত, নইতো অতীত তাঁর সীমানায় চেয়ে
বৃষ্টিজলে ভিজে ভাবহীন আবেশে কোন এক সময়ে !!!
কি প্রত্যাশা তাঁর চাহনীতে!!
শোষক শোষন করবে,শোষিত কাঁদবে
আনন্দলোক আনন্দিত খাব পাইবে
মানব জীবন কষ্টেই বহিবে
দুখ দুর্দশা মানবই পাইবে।
এই ধরায় নায় ভাব ধরা
এই ধরায় নায় গুন গুন করা
স্রষ্টা টান মারিলেই হইবে ধরা
তাই গাহিয়া চাও মানবাতার ধারা।
ছবিটি নেট থেকে সংগৃহিত।
অসামান্য বোধের কথমালা! মুগ্ধ হলাম কবি।
ধন্যবাদ প্রিয় কবি
ধন্যবাদ প্রিয় কবি আপু।
ভালো…
ধন্যবাদ প্রিয় মরমী কবি
অসাধারণ এক কাব্যিক প্রকাশ কবি দা
ধন্যবাদ লিটন ভাই
বেশ লিখেছেন কবি। শুভকামনা।।
sob allahor icchay.