ভিজছি মন রাংগিয়ে
বর্ষার অবগাহনে
হৃদয় দোলায় মন।
গজায় পাতা নতুন
ফলে ফসল, খোরাক যুগায়
বাচেঁ জীব খেয়ে।
গভীর রাত নিশিতে
আহার যোগারে ব্যস্ত প্রাণিকুল
নিদ নাহি চক্ষুতে।
খেলছে শিশু খেলা
গুরুজন রাগম্বিত
চুপ থাক না সোনা।
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
জীবন খেলায় এভাবেই হাঁটতে হয় কবি দা অনেক শুভেচ্ছা রইল
হইতো তাই কবিদা।