ছোট্টবেলার সেই দিনগুলি
আজও মনে পড়ে,
মধু মাখা স্মৃতিগুলো
তাড়া করে ফেরে।
ভুলতে পারি নি আজও
হাজার স্মৃতির ভিড়ে,
বিকাল হলেই বেড়াতে যেতাম
বুড়িগঙ্গার তীরে।
বিকাল হলে সবাই মিলে
খেলতাম কত খেলা,
লুকোচুরি আর কানামাছি খেলেই
গড়িয়ে যেত বেলা।
সন্ধ্যা হলেই পড়তে বসা
লাগতো না যে ভালো,
মায়ের কাছে বকুনি খেয়ে
মুখ হয়ে যেতো কালো।
মনে মনে ভাবতাম তখন
বড় যে হবো কবে?
পড়ালেখা থাকবেনা যখন
কেমন মজা হবে!
পুরনো সেই স্মৃতি যেন
হাতছানি দেয় আমায়,
ইচ্ছে করে যাই ছুটে যাই
সেই ছোট্টবেলায়।
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ফিরে গেলাম সেই ছোট্ট বেলা। দারুন প্রকাশ ।
অনেক ধন্যবাদ।
স্মৃতিচারণে অসাধারণ সৃজন! মুগ্ধ হলাম পাঠে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।