ঐ দুটি চোখ সকলকাব্যর কাব্য
ধরণীর সর্বভাষা বোঝে সর্বেসব্য।
যে চোখে উঠে মায়া
সে চোখে অসীম জ্বালা।
নয়নের খপ্পরে যে জন পড়ে
বারোটা বাজিয়ে তারে ছাড়ে।
চক্ষু তীর বর্শা হানে বুকে
লাগে অন্তরের অন্তে।
নয়ন অনলে মন জ্বলে
জলহীন কাষ্ঠ অন্তর পুড়ে ।
যে চোখেতে প্রাননাথ
ঐ চোখেতেই প্রাননাশ।
বেশ গভীর ভাব-বোধের কবিতা! শুভকামনা সতত।
আপনাকে আন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। ভালো থাকুন সর্বদা।
বাহ! বেশ লিখেছেন ভাই। শুভকামনা রইলো।
আপনার প্রতিও অফুরন্ত শুভেচ্ছা ভাই।