১। নায় বিরাম
খুদাযুক্ত পেট
জ্বলন্ত জ্বালা।
২।
চলছি ঘামছি
রোদ্র ক্লান্ত পথিক
স্বাসটুকু অতিকষ্টে ধিরে।
৩।
যায় যায় সময়
যায় বয়ে বয়স
বাড়িতেছে দেনা ধরায়।
৪।
ফুটিল ফুল
মোহিত মন বাগিচায়
ভ্রমর গান গাহিয়া যায়।
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
আন্তরিক অভিনন্দন কবি
ধন্যবাদ আপু। ভালো থাকুন।
স্টিকি পোস্ট! অভিনন্দন কবি। 💞
ধন্যবাদ কবি।
ভালো…তবে ‘নায় বিরাম’! ‘নাই’ কেন নয়?
আমার খুদ্র ব্যাকরণ জ্ঞ্যন যা বলে বাংলা ব্যাকরণ অনুযায়ী, বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের ক্ষেত্রে, তিন প্রকার পুরুষের উল্লেখ আছে । সেগুলি হলো (ক) উত্তম পুরুষ (খ) মধ্যম পুরুষ (গ) নামপুরুষ ।
আমআর খুদ্র জ্ঞ্যনে যতটুকু জানি উত্তম পুরুষ ই, ্মধ্যম পুরুষ ও এবং নাম পুরুষে য় ব্যাবহৃত হয়।
তাই বিরাম উত্তম পুরুষে এর মধ্যে পরে না। তাই নায় দিয়েছে। আপনি যদি ব্যাকরণ গতভাবে আরও সুন্দর উপস্থাপন করতে পারেন শিখতে পারতাম।
ভুল ক্রটি হতে পারে কিন্তু শিখতে আগ্রহী।