এই মাটির জন্ম নেই
ঘর নেই- সংসার নেই-
জাত নেই- সমাজ নেই
পাড়ায় হৈ হৈল্লর নেই
অঘোর প্রাণ একটা;
বাবা নেই, মা নেই, ভাই নেই,
বোন নেই- বন্ধু বান্ধব নেই,
স্কুলের সহপাঠী নেই- ছবি নেই
স্মৃতি নেই, স্বজন নেই- কারণ
অঘোর প্রাণ একটা!
বউ নেই- সন্তান নেই- দুমুঠো
খাওয়ার থাল নেই- মৃত্যু নেই-
মাটি নেই, আকাশ নেই, আলো নেই
বাতাস নেই রবি শশী নেই-পূর্ণিমা নেই-
অমাবস্যা নেই- মাছ নেই জল নেই
খাল বিল নেই নদ নদী নেই
বন জঙ্গল নেই
অতঃপর কিছুই নেই।
২৫/৭/২১
বাউলের একতারায় মাটির সুর। শুভেচ্ছা বাউল দা।।
অশেষ ধন্যবাদ জানাই কবি জয় দা
এই নেই এর উপর আমরা বেঁচে আছি তা কম কী কবি?
লিখুন অবিরত,শুভকামনা সতত।
জি কবি আপু সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
এই নেই শব্দ টা আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। তবুও জীবন জীবনের নিয়মেই চলে যাচ্ছে। শুভকামনা রইলো।
জি কবি নুপুর আপু অশেষ ধন্যবাদ জানাই
কিছু নেই সব আছে জীবন আছে তাই।
জি কবি মজিবর দা অশেষ ধন্যবাদ জানাই