আমার খাতার পৃষ্ঠা ছিঁড়ে
একটা নৌকা বানাই
বৃষ্টির পরে জমা জলে
সেই নৌকা ভাসাই,
ভাসতে ভাসতে নৌকা চলে
জলের এপার ওপার
পাশে এসে দাঁড়িয়ে দেখে
ছোট্ট ভাইটি আমার।
আমরা দুজন হাততালি দিই
হাসতে থাকি জোরে
অমনি বাবা পিছনে এসে
দাঁড়ায় চুপটি করে।
হেসে বলেন আমিও তবে
আর একটা বানাই
শিশুবেলার দুষ্টুমি সব
চল তোদের শেখাই।
তাই না দেখে মা বেরিয়ে
বলে, হচ্ছেটা কি শুনি,
বড়রাও দেখি বাচ্চার মত,
চলে এসো এক্ষুণি।
বেশ ছন্দময় কবি দা
সুখী মুহূর্ত কল্পনায় ভেসে উঠল। অনেক সুন্দর প্রকাশ কবি।
দারুন ছন্দময় ছোট্ট বেলার খেলায় মত্ত কথা গাইলেন কাব্যে।