করোনা তোর ভয়ে ডরেনা
ভন্ড প্রতারক জনপ্রতিনিধি
করোনা তোর ভয়ে মরেনা
বেনিতির রাজনিতির নিতি।
করোনা ডরে কাপে সারা বিশ্ব
বাংগালী নেতারা সম্পদ লুট ব্যাস্ত
করেনা ভয়ে মরে সাধারণ জনতা
কর্মকর্তাগণ পুকুর চুরিতে লুটে মত্ত।
করোনা ডরে দুনিয়াজুড়ে সবাই সন্ধি
বাংগালীনেতাগণ গড়ে সম্পদ জমানোর ফন্দি।
নেতায় কর্তায় চুরি
জনতা ও দেশের মান ডুবি।
তোদের ধিক্কারে ঘৃনিত কুলুষিত নিকৃষ্ট শব্দ না করি ব্যার্থ
গহবরে নাই নিকৃষ্ট থুথু ছিটানোর ডাষ্টবিনই উপযুক্ত।
কি দোহায় দিবি অর্থই অনর্থ
চিন্তাকর্ষে বুঝবিনা ধন সব ব্যার্থ।
খায় দেশের সম্পদ
শোষন করে খাটি ব্যাক্তিরমান
করে নষ্ট মান
স্ববংশ মর্যাদা বাপদাদার সন্মান।
স্রষ্টা,
বিবর্ন ফেকাসে ধুকধুক বহমান
নাই রসালো রস ভরা মনমান
না করিও মানঅভিমান
সবার প্রতি রাখিও সুদৃস্টি চলমান।
করোনাই এখন ক্ষমতাধর যাখুসি তাই করছে মরণ ———-
ঠিক বলেছেন লিটন ভাই। ভালো থাকুন অবিরত।
বাহ! দারুণ ভাই। টাইপিং মিসটেকগুলো বাদ দিলে এক কথায় চমৎকার।
ধন্যবাদ জয় , হ্যাঁ বানান কিছু ঠিক করলাম , শুভেচ্ছা রইল।
বানানে কিছু প্রিন্টিং সমস্যা ছাড়া বেশ ভালো লাগল কবি! শুভকামনা জানবেন।