ওঠো বীর তুলে শির ভয় করো জয়
দেশ দশ নাম যশ তুমি ছাড়া নয়,
হানা দেয় লুটে নেয় ধন জন প্রাণ
আগে গিয়ে রুখে দিয়ে তুমি রাখ মান।
নাই কাজ এ সমাজ গড়া অধিকারে
চায় সুখ খুশি মুখ সব পরিবারে,
দেখো চেয়ে যায় ধেয়ে মানুষের ঢল
ভাষাহীন আশাহীন তুমি শুধু বল,
ন্যায় নীতি লোক রীতি সাথে থাক আজ
পর হিতে কেড়ে নিতে পরো রণ সাজ,
সৎ থাকা ভালো রাখা ব্রত হোক তুমি
পাবে জয় নাই ক্ষয় মানুষের ভূমি।
মোহ কথা কষ্ট ব্যথা আসে এই পথে
দুঃখ ভুলে প্রাণ খুলে বাঁচে কোন মতে,
তুমি শক্তি দাও মুক্তি দেশ গড়া পণ
মুছে ভেদ ধরো জেদ ভালো কাজে মন।
ওঠো বীর তুলে শির পথে আগুয়ান
অধিকার সবাকার পায় যেন মান,
দিতে হবে প্রেম সবে রেখে মুখে হাসি
হৃদ মাঝে সব আছে বলো ভালোবাসি।
মোহ কথা কষ্ট ব্যথা আসে এই পথে
দুঃখ ভুলে প্রাণ খুলে বাঁচে কোন মতে,
তুমি শক্তি দাও মুক্তি দেশ গড়া পণ
মুছে ভেদ ধরো জেদ ভালো কাজে মন।
অসামান্য কথাগুলো ছন্দবদ্ধ হয়েছে কবির কবিতায়! পাঠে ভালো লাগল ভীষণ।
আন্তরিক ধন্যবাদ
ভালো থাকবেন
সাবধানে থাকবেন
অনেক দিন পর শিহরণ জাগানিয়া একটি কবিতা পড়লাম। শুভেচ্ছা রইল কবি।
আন্তরিক ধন্যবাদ
ভালো থাকবেন
“ওঠো বীর তুলে শির পথে আগুয়ান
অধিকার সবাকার পায় যেন মান,
দিতে হবে প্রেম সবে রেখে মুখে হাসি
হৃদ মাঝে সব আছে বলো ভালোবাসি।”
২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আপনার কবিতা জলছবি বাতায়নে পড়েছি। এরপর জলছবি বন্ধ হয়ে গেলে আর পড়া হয়নি। এখন তিন বছর পর আপনার কবিতা আগের চেয়ে অনেক চমৎকার হয়েছে। বেশ ভালো লিখেন আপনি।
কবিতাটি আজ আগামীতে প্রকাশিত হলো।
http://www.ajagami24.com
আজ আগামী জলছবি বাতায়নের সহযোগী প্রতিষ্ঠান।
খুব খুশি হলাম।
ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
অসম্ভব ভালো লাগল…
শিহরণ জাগানিয়া কবিতা । ধন্যবাদ কবি।