বৃষ্টি এসেছে,
তোমার আঙিনায় মেঘেদের আনাগোনা
ঘুমাও তুমি প্রিয়তমা
আমি শীতল বাতাসে বৃষ্টির কণা হয়ে আসব।
মেঘের সঙ্গী হয়েছি আজ-
তোমার চিবুক ছোঁবো বলে!
যদি ঘুম ভেঙে দেখ একফোঁটা জল
ছুঁয়ে গেছে তোমায়,
বুঝে নিয়ো আমি এসেছিলাম
বৃষ্টির জল হয়ে তোমায় ভালোবেসেছিলাম।
এই শহরে আবার যদি বৃষ্টি নামে কখনো
নিমন্ত্রণ দিয়ো
পুরনো দিনের পুরনো কথা ভুলে গিয়ে
বৃষ্টিজলে নাইতে এসো
লেপ্টে যাওয়া শাড়ির ভাঁজেভাঁজে
অঙ্গে আমায় জড়িয়ে নিয়ো।
তোমার ভালোবাসার ধারাপাত, দূরত্বের অজুহাত
সবকিছু ভুলে অঝোরে ঝরুক বেহায়া বৃষ্টিপাত
আছড়ে পড়ুক বেলকনি গলিয়ে অলস বারান্দায়;
না বলা অনেক কথা
পুরনো হিসেবের খাতা
উচ্ছন্নে যাওয়া দিনগুলি
থাক! পড়ে থাক সবকিছু
ডাকপিয়নের খামের ভিতর পড়ে থাক অনুভূতি
ভেঁজা মাটির সোঁদা গন্ধে মাতাল হয়ে এসো প্রিয়তমা,
হাতদুটি ধরি
সবকিছু পিছে ফেলে
এসো বৃষ্টিতে ভিজি!
“ডাকপিয়নের খামের ভিতর পড়ে থাক অনুভূতি
ভেঁজা মাটির সোঁদা গন্ধে মাতাল হয়ে এসো প্রিয়তমা…”
সহজ সাবলীল লেখা ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ গুরুজি। আপনার কবিতা পড়ে প্রেমের কবিতা লিখতে মন চায়। হঠাৎ মন খুলে লিখে ফেললাম বাইরের ঝিরিঝিরি বৃষ্টি দেখে।
বৃষ্টিধোয়া আবেশে স্নিগ্ধ একটি কবিতা! পাঠে অনাবিল প্রশান্তি।
ধন্যবাদ প্রিয় আপু৷ শুভেচ্ছা নিবেন।
“না বলা অনেক কথা
পুরনো হিসেবের খাতা
উচ্ছন্নে যাওয়া দিনগুলি
থাক! পড়ে থাক সবকিছু…”
কি সুন্দর করে বলেছ। প্রেমের কবিতা তোমার হাতে ভালো হবে।
গুরুজি, উৎসাহ পেলাম। এখন থেকে দ্রোহ ছেড়ে প্রেমের কবিতায় হাত দিব ভাবছি। শুভেচ্ছা নিবেন। 🥰
খুব খুব সুন্দর হয়েছে…ভালো লাগল…
ধন্যবাদ জানবেন কবি। শুভেচ্ছা অবিরাম।
বৃষ্টি নিয়ে ভালোবাসার আমন্ত্রণে গেঁয়ে যাওয়া প্রেম পত্রের প্রেমিক খুব ভালো লাগল জয়।
প্রাণিত হলাম ভাই। অনেক ধন্যবাদ কবি।
অভিনন্দন কবি
ধন্যবাদ কবি। শুভেচ্ছা নিবেন।
খুব সুন্দর করে গুছিয়ে লেখা
ভালো লাগলো