একদিন ফুরিয়ে যাবে বেলা অবশেষে,
জীবন থেকে হারিয়ে গেল আরও কিছুক্ষণ,
আল্লাহর রহমত আর ভরসা রেখেছি আমার বিশ্বাসে।
মিছেমিছি খেলেছি কত খেলা
অলসতায় কেটেছে বেলা,
বন্ধু বান্ধবের তরে ছিল অফুরান সময়।
হিসেবের কাঠগড়ায় দাঁড়ানোর ছিল না ভয়,
আজ কেন মনে হয় বৃথা এ হাঙ্গামা;
আর নয়,আর নয়!
চেতনে,অবচেতনে তাই
স্বপনচারিনী হই,
পৃথিবীর সীমারেখা পেরিয়ে জীবনের আয়ুরেখা গুনি।
ফুরিয়ে গেলে বেলা, ফুরাবে এ জীবন
ওপারে অপেক্ষায় —
নতুন জীবন।
খুব সুন্দর লিখেছেন কবি।
জীবনের বেলা শেষে আমরা সবাই এমনটাই হয়তো ভাবি।
পরম বোধ ভাবনায় চমৎকার কবিতা।
অন্য ভাবনার কবিতা। ভালো লেগেছে।
কবিতাটির ব্যক্তি আরো হতে পারত।