উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল বাতাসে
মন চাইলে উড়তে পারো আকাশে,
আকাশ জানি বাসা বাঁধার নয় তো ঠিকানা
উড়াল পাখির উড়াল দেয়া বাসা বাঁধার সূচনা;
খাঁচার পাখি উড়াল দিলে আর ফেরে না ঘরে
শূন্য খাঁচা বুকে নিয়ে লাভ কি হবে কাঁদলে পরে?
পাখা মেলার আগে পাখি ধরতে পারলে ধরো
পাখা মেলে উড়াল দিলে পাখির আশা ছাড়ো;
পাখি যখন পাখা ঝাপটায় জড়িয়ে ধরো বুকে
চমকে দিয়ে বলতে পারি – ভালবাসি তোমাকে;
আকাশ পাড়ি, সাগর পাড়ি হয় না একা একা
পথের মাঝে পথ হারালে হইয়ো প্রানের সখা;
ছড়িয়ে দিলাম ফুলের সুবাস বাতাসে
মন চাইলে উড়বো দু’জন আকাশে।
১০ thoughts on “উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
স্বাগতম আপনাকে। খুব সুন্দর কবিতায় শুভ সূচনা। অভিনন্দন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
অনেক অনেক ধন্যবাদ কবি,
শুভেচ্ছা জানবেন।
উড়িয়ে দিয়ে অন্তরে বাঁধা
মন চায় উড়তে সেথায় কল্পনায় সাধা
তবুও উড়ায়, থাকেনা বুকে থাকে অস্থিময় মন্দিরে।
আপনার ভাবনায় ডুবে গেলাম। কবি।
ডুবেছেন তো ভাল কথা
কিন্তু জল খেয়ে পেট ফুলিয়েন না।
কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
স্বাগত কাশেম ভাই।
সেই পুরোনো জলছবি বাতায়ন
সেই পুরোনো কাশেম ভাই।
কী যে ভালো লাগেছে!
শুভেচ্ছা সতত।
আকাশ পাড়ি, সাগর পাড়ি হয় না একা একা
পথের মাঝে পথ হারালে হইয়ো প্রানের সখা;— সখা হতে হলে এমনই চাই। বাঃ বেশ।
ধন্যবাদ জনাব প্রশাসক সাহেব।
সাথে আছি ইনশা – আল্লাহ।
উড়েন আপনি মুক্ত আকাশে।
সুন্দর কবিতা।
কবিতা চয়নে চমৎকার কল্পচিত্র! শুভকামনা সতত