ইচ্ছেদের ডানা হয়
ইচ্ছেদের মানা হয়
সব ইচ্ছে পারে না তো ঠিকঠাক চলতে
পারে না তো হুটহাট সবকিছু বলতে।
ইচ্ছেরা চায় যেতে ইচ্ছে মতো
সাতরঙা আকাশে ঘুরবে কতো
ইচ্ছেরা পারে কী খেয়ালে আপন
ভরিয়ে দিতে রঙে সবারই মন।
পারে না জেনেও তবু সামনে চলছে
পারিপারি বলে দ্যাখো কত কথা বলছে
সব ইচ্ছে পারে যদি অধিকার ফলাক
ইচ্ছে মতোই তবে মনটাকে চালাক।
জগৎ জুড়ে যদি ইচ্ছেরা ফুটাতো ফুল
ভেঙে যেতো পাপীদের সবটুকু ভুল
আবার উঠতো হেসে বাঁধভাঙা আলো
ইচ্ছেরা জয়ী হতো, নিভে যেতো কালো।
৩ thoughts on “ইচ্ছেদের ডানা”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
স্বাগত জানাই কবি আপনাকে।
বেশ ভাবনাময় কবি দা
জলছবি বাতায়নে স্বাগত কবিকে।বেশ মনকাড়া লিখা! মুগ্ধ হলাম পাঠে।