ইচ্ছেগুলো ডানা মেলে
আকাশটা দেয় পাড়ি,
চাঁদের দেশে তারার পাশে
বানায় সুখের বাড়ি।
ইচ্ছেগুলো কখন আবার
দূর আকাশে ওড়ে,
বাঁধন কেটে যায় হারিয়ে
খুঁজি গগন জুড়ে।
ইচ্ছেগুলো রোজ সকালে
হিমেল হাওয়ায় ভাসে,
ভর দুপুরে হোচট খেয়ে
ঘুরে ঘুরে আসে।
ইচ্ছেগুলো পুচ্ছ মেলে
ময়ুর হয়ে নাচে,
নানা রঙের স্বপ্ন নিয়ে
অপেক্ষাতে বাঁচে।
বেশ ছন্দময় প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
ছন্দ আর ভাবের সুন্দর সম্মিলন। অভিনন্দন কবি।
চমৎকার ছন্দবদ্ধ প্রকাশ
ছন্দময় ভাবের প্রকাশ। খুব সুন্দর।