কবিতার ভাব মুখর আজ মৃত প্রায়!
চোখের কালোকেশি মেঘে আষাঢ়ের ঘনঘাটা-
অথচ কবিতার চঞ্চলতা নেই- আকাশে ঘুড়িও নেই;
কদম ফুলের মিষ্টি হাসি ছড়িয়ে গেলো কোথাও?
বিস্মৃতির পথে, রক্তাক্ত কাটায় থুবরে খেয়েছে।
অতঃপর আষাঢ়ের গায়ে জ্বর সর্দি হলেই বা কি?
শ্রাবণ তো প্রস্ত্তত, এক গলা উঠন কিংবা ভরা নদী-
শুধু একদিন জানবে আষাঢ়ের ক্যাকা ছিল প্রণয়;
এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।
০১ আষাঢ় ১৪২৮, ১৫ জুন ২১
অভিনন্দন আলমগীর সরকার লিটন। অবিরত থেকো। কবিতা ভালো হয়েছে।
অনুপ্রেরণা করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
আগেও ছিলাম এখন আছি
‘‘এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।”
বেশ ভালো লিখেছ লিটন।
জি প্রিয় কবি কাবুল দা অশেষ ধন্যবাদ জানাই