হৃদয় গহীনে ফেনিল ভালোবাসার যে উচ্ছ্বাস
অন্তরীক্ষের নিকষ কালো মেঘ তাকে আধাঁর করেনা!
বরং প্রতিক্ষীত থাকে এক পশলা বৃষ্টির;
কদম হয়ে ভিজতে চাওয়ার প্রয়াসে।
মাধবী লতা হয়ে দোল খায় খোলা হাওয়ায়,
জীবনের ভাঁজে একখন্ড একাকী অবসর
সময়ের কাছে বড় অসহায়!
নেশাতুর হয়ে উঠে নির্ঘুম রাতের বিলাসিতা!
আঁধারে আলো খুঁজে পায় যেন না বলা কথার ঝাঁপি,
চলে নিবির পরিচর্যা।
রাতের নৈসর্গিক অকৃপণ আলিঙ্গনে অরণ্যের
সব টুকু রং মিশে একাকার হয় ভালোবাসা।
এখানে সময়ের বহতা স্থবির,
ইচ্ছে ডানা দ্বিধাহীন,
বাতাসে নাম না জানা ফুলের সৌরভ!
আমি নির্লোভ হতে পারি না,
শুধু বলি ‘ঘুম’ তোমায় দিলাম ছুটি!
৯ thoughts on “আমি নির্লোভ হতে পারি না”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
যাপিত জীবনের সুসংবদ্ধ কিছু অভিব্যক্তি!
মন্ত্রমুগ্ধ হয়ে পাঠ করার মত একখানি চমৎকার কবিতা!
আন্তরিক ধন্যবাদ কবি।
কবি! কী বলব! মুগ্ধ হলাম, এটুকুই শুধু বললাম। লিখে যাও।
প্রথম পৃষ্ঠার সীমাবদ্ধতা এখন নয়। এখন একাধিক লিখতে পারো।
“আমি নির্লোভ হতে পারিনা”
সুতরাং –
এমন কবিতা আরও চাই!
বৃষ্টির মতো চাই।
ঠিক ততটাই চাই,
যতটা না পেলে,
মনের তৃষ্ণা মিটেনা।
-আমি তো নির্লোভ হতে পারিনা!
সহমত কবি।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন কবি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
খুব সুন্দর এক অনুভবের সৃষ্টি কাব্যিক কবি আপু
অনেক শুভেচ্ছা রইল
আন্তরিক ধন্যবাদ কবি।
কবিতাটি বেশ ভালো লাগলো। অভিনন্দন ।