আমি তোমাদের মাঝে আছি
থাকব না হয়ত বহু দিন
কিবা আছি…
অই ধূসর সন্ধ্যা ঘনিয়ে আসছে
ঘন্টা বাজছে ছুটির
দিনশেষে যেরূপ নীড়ে ফিরে পাখি
ফিরতে হবে…
চশমাটা ফ্রেমখোলা পড়ে থাকবে টেবিলে
একটি তামাকের ডিবি আর টবাকো পাইপ
কিছু ওষুধের পাতা—কলমের ঝুড়ি
কিছু বইপত্তর—পুরোনো পত্রপত্রিকা
দিনলিপির ছেঁড়াফাটা অপূর্ণ একটি খাতা
হয়ত খুঁজে পাবে আমার কক্ষে—
অতটু সম্পদ
আর কিছুই অর্জন করতে পারিনি আমি
আফসোস…
কিছুই রেখে যেতে পারলাম না সুখের
কায়েম করতে পারলাম না ইয়াদগার পৃথিবী
বানাতে পারলাম না সূচ্চ ইমারত
স্মরণ করার মতো শাহি তখ্ত
স্মরণ করবে পৃথিবী…
অসম্ভবের কপালে জন্মেছি বলে
হয়ত সম্ভবের বাইরে রয়ে গেল
আমার সম্পদ।
৪ thoughts on “আমার সম্পদ”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
অভিনন্দন আযাহা সুলতান। তুমি তো পুরোনো লেখক। আশা করছি আগের মতো নিয়মিত পাবো।
ধন্যবাদ।
ধন্যবাদ দাদা, আশা আছে ইনশআল্লাহ্…
দুই/একটি বানান সমস্যা ছাড়া লেখাটি অনন্য হয়েছে! মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কবিতা। শুভকামনা সতত।
অসংখ্য ধন্যবাদ বোন, তবে ভুলগুলো দেখিয়ে দিলে লেখকের উপকার হয়…