সবই যে আজ মিথ্যা এদের!
এরা নামী, এরা দামী
এরা জ্ঞ্যানী এরা সন্মানী!
জন্মালী, পড়লি, গড়ালী!
মিথ্যার সাথে সর্বনাশ
বাপ-দাদার স্বপ্ন ধপাস।
লাজ নাই কপালে!
দশের তরে হতে গিয়ে
হলি চোরের দলে।
সুনামের সংগে হয়নি ফাস
কুনামের সংগে পেপারে ফাঁস।
তোদের ভন্ডামী!
দশের সাথে, দেশের সাথে
সত্যের বিধান ভাঙ্গলি লোভে।
খুব সুন্দর ভাবনার প্রকাশ কবি দা
ধন্যবাদ কবি ভাই।
খুব সুন্দর করে ভাবনাগুলো প্রকাশ করেছেন। শুভকামনা রইলো।
ধন্যবাদ কবি আপু।