অভিনন্দন জলছবি বাতায়ন পরিবার
আপনারা জানেন, আমি ফেসবুকে জলছবি গ্রুপে নিয়মিত লেখালিখি করি। জলছবি পরিবারের এই নতুন আয়োজনে আমি একেবারেই নতুন। এখানের অংশগ্রহণকারী লেখকদের লেখা পড়ে ভালো লেগেছে আমার। আমিও এখানে নিয়মিত হতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।
ভালো থাকুন। আবার দেখা হবে।
ধন্যবাদ তসলিম ভাই।
আপনাকে জলছবিতে স্বাগত
ভালো থাকুন। অবিরত থাকুন জলছবি বাতায়নে।
স্বাগতম আপনাকে জলছবি বাতায়ন পরিবারে। আপনার আগমণ কল্যাণ ও সমৃদ্ধ করবে জলছবিকে ইনশা আল্লাহ।
অনেক ধন্যবাদ তসলিম ভাই।
আপনাকে জলছবিতে স্বাগত। জলছবি পরিবারের সাথেই থাকুন।
কবি আপনাকে জলছবি বাতায়নের পক্ষ থেকে স্বাগত! আপনাকে পাশে পেয়ে আমরা অনেক খুশি
অনেক স্বাগত জানাই